Saturday 30 August 2014

অসম্পূর্ণ দিন

অধৈর্য্য মানুষের ভিড়ে আর অবান্তর সব প্রতিযোগিতায়
ফুরিয়ে যায় সম্ভাবনাময় এক-একটা দিন

হয়ত সেদিন অপেক্ষা করেছিল কোনো নিভৃত প্রেমালাপের,
হয়ত শেষ হতে পারত বহুদিনের অসম্পূর্ণ কোনো ছবি
হয়ত প্রত্যক্ষদর্শী হতে পারত কোনো অমলিন সূর্যাস্তের
নয়তো কিছুই না করে একান্তে ডুব দিতে পারত নিজেরই মধ্যে
হয়ে উঠতে পারত আদ্যন্ত সফল একটি দিন।

কিন্তু দুর্বল অস্থির মন
নিজেকে টেনে হিঁচড়ে কিছুতে বেরই করে আনতে পারে না
ভেসে যাওয়া কথোপকথন থেকে
নিরর্থক অভিযোগ আর অপরিনয়ের শেকল থেকে

অগত্যা সন্ধ্যে নেমে আসে খোলা বারান্দায়
মৃদু শীতল হাওয়ায় ক্রমে ক্রমে শেষ হয়ে যায় আবছা বিকেল
অস্ত যায় শেষ সম্ভাবনার আলোও, সেদিনের মতো
সংক্ষিপ্ত দীর্ঘশ্বাসে শেষ হয়ে যায় একটি গোটা দিন।
অসম্পূর্ণ।
      

0 comments:

Post a Comment