Thursday 22 March 2018

গন্তব্য



অযুত বছরের পুঞ্জীভূত শোক
নেমে এসেছে বসন্ত বরিষণরূপে।
অবিরল ধারাবরিষণে,
মিশেছে মন।
তরলীভূত হয়ে।
অনন্তের আবাহানে
ছুটেছে জীবন।
স্থিরতা হীন গন্তব্যের পানে।
সমান্তরালে ছুটে চলেছে
একের পর এক স্রোত।
প্রতিটি স্রোতের জন্য
নির্দিষ্ট তার গন্তব্য।
জীবনজুড়ে শুধু গা ভাসিয়ে চলা
সঠিক স্রোতের গতিপথ খুঁজে নিয়ে।
গন্তব্য নাহয় পরেই খোঁজা যাবে।
গন্তব্যের অনিশ্চয়তায়
স্রোতের সঙ্গে ভেসে থাকার
শীতল অনুভূতিটুকু গিয়েছে ভেসে।
শুধু চলার ক্লান্তিটুকুকে
চলার আনন্দ দিয়ে
তরল করে নেওয়ার প্রচেষ্টা।


0 comments:

Post a Comment