Tuesday 21 February 2017

নৈশঃব্দের শব্দ




নৈশঃব্দের শব্দে হারিয়ে যেতে যেতে,
ঘুঘুডাকা মধ্যাহ্নের উষ্ণতায় তপ্ত হতে হতে
অনর্গল বৃষ্টিভেজা মধ্যরাতের আধোঘুমে,  
এমনকি পড়ন্ত গোধূলির আলোর বিষন্নতায় 
পূর্ণ হতে হতে 
একটু একটু করে ভাসিয়েছি নিজেকে।
যত্ন করে, বহুকাল ধরে। 

আজ আর মধ্যাহ্নে ঘুঘু ডাকে না বলে,
নাকি, এই শব্দনিরোধ বাতায়নে- 
মধ্যদুপুরের সশব্দ আঘাত বারণ বলে,
অথবা, সমস্ত রাত ভাসিয়ে দেবার মতন 
বৃষ্টি ভরা মেঘ বাড়ন্ত বলে,  
কিংবা, আজ গোধূলির আলোয় স্নান করা কেবল 
বিলাসিতা বলে-

ভেসে থাকতে গিয়েছি ভুলে।  
তলিয়ে যাচ্ছে প্রাণ,   
ধীরে, অথচ অনিবার্য গতিতে।

শুধু নৈঃশব্দ আজও রয়েছে সাথে 
পুনর্বার ভেসে ওঠার কবচ কুন্ডলরূপে।  
অতলে তলিয়ে যাবার আগে 
শেষবারের মত
ভেসে ওঠার বীজমন্ত্র দেবে কানে।

এমনকি মৃত্যুও অপেক্ষমান
নৈঃশব্দের সে শব্দের প্রতীক্ষায় 
অনন্তকাল।

এসো নৈঃশব্দ, 
অনুরণিত করো আমায় 
সৃষ্টির আদিমতম শব্দে।
আরও একবার উপেক্ষা করি 
অতলের আহ্বান। 

0 comments:

Post a Comment