Tuesday 14 February 2017

বাঁচিয়ে রেখো ভালবেসে




দিনান্তে শেষটুকু ক্ষণ বেঁচে থাকুক।
ভালবাসতে।
ভালবেসে বেঁচে থাকতে।

দিনান্তের শেষটুকু ক্ষণ সরিয়ে রেখ।
নিজের মধ্যে ডুব দিতে।

সেই যে মানুষ।
অবুঝ মতন
কথায় কথায় চোখ মোছে যে।
মায়ের জন্য মনখারাপে।
আদর পেলেও চোখ ভরে যায়
অনেক বেশি পাওয়া বলে।

সেই যে মানুষ।
খুঁজছে শুধু রংতুলি আর কাগজ কলম।
ছোট্টবেলায় গুছিয়ে রাখা ছবির গোছা।
খুঁজছে শুধু নিজের সাথে একলা থাকা
চিলেকোঠার জানালা ধরে।

ছাদের পরে বৃষ্টি পড়ে অঝোর ধারে।
বৃষ্টি পড়ে চিলেকোঠার জানালা ধারে।
ভাবছ বুঝি মনখারাপের বৃষ্টি ধারা?
এক্কেবারে ভুল ভেবেছ
বৃষ্টি হলে, রাগ-দুঃখ-মান-অভিমান আলগা হয়ে ঝরে পড়ে।

বৃষ্টি হয়ে ছাদের পরে, চিলেকোঠার জানালা ধারে।
বৃষ্টি শেষে সব ধুয়ে যায়।
হাসি কান্না চাওয়া পাওয়া।
তখন কেবল থাকে বাকি অনাবিল সেই একটি মানুষ।
কানায় কানায় ভরে ওঠা।

দিনান্তের শেষটুকু ক্ষণ বেঁচে থাকুক
ভালবাসতে
সেই মানুষকে।
অভিমানী, নরম সরম সেই মানুষকে
ভালবেসো
বাঁচিয়ে রেখো ভালবেসে।

0 comments:

Post a Comment