তপ্ত পৃথিবীকে বৃষ্টির আলিঙ্গন
কবিতা করে দেয় সবকিছুকেই।
অগুন্তি মানুষের অগুন্তি কথা,
অজস্র অভিযোগ, অবান্তর তত্ত্ব
সারাদিনের গতে বাঁধা দিনযাপন,
ঘুম থেকে ওঠা আর ঘুমোতে যাবার মাঝে
কোথাও কখনো নিজেকে খুঁজে না পাবার যন্ত্রণা -
সমস্ত কিছুকে নিমেষে ধুয়ে মুছে দিয়ে
অপ্রয়োজনীয় শব্দ আর দৃশ্যে ভারী হয়ে যাওয়া ইন্দ্রিয়কে
সতেজ করে দিয়ে-
আকাশ বেয়ে এসেছিল প্রেমের বর্ষণ, অঝোরে
ধীরে ধীরে শীতল হচ্ছিল পৃথিবী।
আর আমার সমস্ত চেতনা, সমস্ত অনুভূতি
ধীরে ধীরে কবিতা হয়ে উঠছিল।
কিন্তু একটি সম্পূর্ণ কবিতার জন্মলাভের আগেই
জীবন নিজের ঝুলি পেতে দাঁড়ালো আমার সামনে
আমার আর পুরোপুরি কবিতা হয়ে ওঠা হলনা।
কবিতা করে দেয় সবকিছুকেই।
অগুন্তি মানুষের অগুন্তি কথা,
অজস্র অভিযোগ, অবান্তর তত্ত্ব
সারাদিনের গতে বাঁধা দিনযাপন,
ঘুম থেকে ওঠা আর ঘুমোতে যাবার মাঝে
কোথাও কখনো নিজেকে খুঁজে না পাবার যন্ত্রণা -
সমস্ত কিছুকে নিমেষে ধুয়ে মুছে দিয়ে
অপ্রয়োজনীয় শব্দ আর দৃশ্যে ভারী হয়ে যাওয়া ইন্দ্রিয়কে
সতেজ করে দিয়ে-
আকাশ বেয়ে এসেছিল প্রেমের বর্ষণ, অঝোরে
ধীরে ধীরে শীতল হচ্ছিল পৃথিবী।
আর আমার সমস্ত চেতনা, সমস্ত অনুভূতি
ধীরে ধীরে কবিতা হয়ে উঠছিল।
কিন্তু একটি সম্পূর্ণ কবিতার জন্মলাভের আগেই
জীবন নিজের ঝুলি পেতে দাঁড়ালো আমার সামনে
আমার আর পুরোপুরি কবিতা হয়ে ওঠা হলনা।
0 comments:
Post a Comment