Tuesday, 31 January 2017

জাগরণী

স্তব্ধতার কণ্ঠ বলে গিয়েছে আমায়,
এখনো হয়নি সব শেষ।
বহুদিন পর বলেছে সেদিন।
সমস্তদিন ধরে শুনেছি তা।
মধ্যরাতে দূর প্রান্তর থেকে ভেসে আসা
মালকোষের বিলম্বিত তানের মত
সে কণ্ঠ জড়িয়েছে আমায়।
টুটেছে কালরাত্রি।
ভেঙেছে কালনিদ্রা।
স্তব্ধতায় মাখামাখি হয়ে
জেগেছি আমি।
বহুদিন পর।
স্তব্ধতা এসে মুছেছে ঘুমপাড়ানি কলরব যত।
শুনিয়েছে জাগরণী। 
এখনো হয়নি সব শেষ।
এখনো রয়েছে বাকি।
এখনো হয়নি সব শেষ।   

0 comments:

Post a Comment