Thursday, 5 March 2015

শেষ দোল

পৃথিবীটা জাহান্নম হয়ে যাবার আগে
চল না শেষ বারের মতন দোল খেলে নিই দুজনে। 

এখন কি আর দোল খেলে কেউ?
'হোলি হ্যায়' না? 
তাই সই 
রং তো বটে।  

আয় না সাজাই হরেক রঙের আবীর দিয়ে 
লালের সাথে নীল-সবুজ আর গোলাপী-হলুদ।

আমার প্রিয় হলুদ আবীর
কেমন যেন নরম লাগে দেখলে, হাতে নিলে। 
আয় না হলুদ আবীরে ভরিয়ে দিই তোর দুগাল 
তুই লাগাবি গোলাপী আবীর আমার দুগাল ভরে।

একশ রকম রং নিয়ে
চল না দোল খেলে নিই দুজন মিলে। 
এইবেলা 
এই শেষটি বারে। 

কাল থেকে তো একটাই রং
লাল, লাল আর শুধুই লাল। 

রক্তের রং লাল-ই তো হয়? 
তোর আমার সক্কলেরই?

1 comment: