আরো কত লিটার রক্ত লাগবে
অন্ধকারকে ধুয়ে মুছে সাফ করতে?
কলমে কালির রং ছিল কালো অথবা নীল
আজকে সে রং আবার রক্তে লাল।
কলমের মুখ দিয়ে চলেছে অবিরত রক্ত উদগীরণ।
আর কতদিন?
সুস্থ নির্ভয় নির্মল আকাশ
সে কি ক্রমশই স্বপ্ন কেবল?
অসুস্থ হিংসার নির্দয় ছুরি শান দিয়ে চকচকে।
অথচ তারই নাম নাকি ধর্ম।
সময় চক্রে ধর্মের মানেও বদলে চলে
সমস্ত শব্দের মতন।
ধর্ম মানে তো শুনেছিলাম ভালোবাসা মাত্র
সে বুঝি কোন পূর্বজন্মের স্মৃতি?
তাই হবে।
অন্ধকারকে ধুয়ে মুছে সাফ করতে?
কলমে কালির রং ছিল কালো অথবা নীল
আজকে সে রং আবার রক্তে লাল।
কলমের মুখ দিয়ে চলেছে অবিরত রক্ত উদগীরণ।
আর কতদিন?
সুস্থ নির্ভয় নির্মল আকাশ
সে কি ক্রমশই স্বপ্ন কেবল?
অসুস্থ হিংসার নির্দয় ছুরি শান দিয়ে চকচকে।
অথচ তারই নাম নাকি ধর্ম।
সময় চক্রে ধর্মের মানেও বদলে চলে
সমস্ত শব্দের মতন।
ধর্ম মানে তো শুনেছিলাম ভালোবাসা মাত্র
সে বুঝি কোন পূর্বজন্মের স্মৃতি?
তাই হবে।
ধর্ম আমাদের শ্বাসের মতই প্রিয়
ReplyDeleteধর্ম আমার বেঁচে থাকার উপাদান
নিযুত কোটি যুক্তি বলনা কেন
ধর্মের আমি শুনবনা অপমান।
ধর্ম আমার রোজকার ভাত ডাল
তুমি কেড়ে নিলে আমি ছেড়ে দেব সখা!
তোমার রক্তে শানিয়ে নিয়েছি পথ
অর্থে ভরেছি আমাদের দিনকাল।
কি নির্দয় সত্যি!
Delete