I accused you, four days ago
Because nothing was according to my wish
I accused you for your ignorance to me
I accused you for my fate chosen by you
......................................But that time I didn't see you around me
I asked for your help, three days ago
Because I was afraid to walk alone
I...
Monday, 30 June 2014
Sunday, 29 June 2014
কি বিভ্রাট! কি বিভ্রাট! বাপরে!!
পোস্টটার নাম দেব ভেবেছিলাম 'নামাবলী' নয়তো 'নামসংকীর্তন'। শেষ পর্যন্ত এটাও ভেবে ফেলেছিলাম যে লিখব.....''ওরে আমার নামটা অন্ততঃ ঠিক করে বল"। কাল থেকেই মেজাজটা টং হয়ে আছে। মানুষের নামটা যদি ঠিক করে উচ্চারণ না করা হয় তবে যার নাম তার খারাপ লাগে না বলুন? এমনিতেই বাংলা নাম হিন্দিভাষী লোকজনদের কাছে অনেকসময়ই হিব্রু লাগে। 'তন্ময়িতা' নামের একটি মিষ্টি মেয়েকে চিনতাম, বেচারার বাবা-মা জন্মের...
Friday, 27 June 2014
খাই খাই
হ্যাঁ হ্যাঁ এখনও বেঁচেই আছি। পরশুর ম্যারাথন হাবিজাবি কাজকর্মের পর রাত তিনটের সময় বাড়ি ফিরে কাল ফের সকালে হাই তুলতে তুলতে বহাল তবিয়তে চলে এসেছি। ঠিক যা ভেবেছিলাম, পরশু রাতে ঘুমোতে যাবার সময় ঘুমের থেকে খিদেটাই বেশি পাচ্ছিল। আর তখনই নানা রকম ভালো ভালো খাবার-দাবারের কথা মনে পড়ে যাচ্ছিল। ঠিক এটাই হয় না আপনাদেরও? যখন হাতের কাছে খাবার মত কিচ্ছু থাকে না, ঠিক তখনই...
Thursday, 26 June 2014
আহির ভৈরব
গত জন্মের মৃত্যু থেকে এই মুহুর্তে জেগে উঠছি যেন এইজন্মের ভোরে।
নিকষ অন্ধকার থেকে বিশ্বজগত যেমন জেগে উঠছে ভোরের মাতাল হাওয়ায়,
উড়িয়ে নিয়ে যাচ্ছে আমার যত ক্লান্তি, যত ক্লেদাক্ত ইতিহাস
তিল তিল করে আলোময় হয়ে ওঠা এইজন্মের ভোরে সমস্ত নিয়ম ভেঙ্গে দিয়ে জেগে উঠেছে পাখিরাও।
আমিও সেই ভোরের নশ্বর সাক্ষী হয়ে এসে দাঁড়িয়েছি ঘরের বাইরে,
পেছনের যে দরজাটা দিয়ে বেরিয়ে এসেছি সেটিই যেন ছিল শেকল।
যেন...
আমি মারা যেতে চা আ আ আ আ.....ই!!!!!!!

আপাতত খুব খারাপ অবস্থা। ঠিক এরকম দেখতে লাগছে আমায় বিশ্বাস করুন।
একটু আগে পেইন্ট খুলে বেগুনি রং দিয়ে মোটা করে লিখছিলাম "আমি মারা যেতে চা আ আ আ আ.....ই, আমি আর কোনো কাজ করব নাআআআআ! আমি বাড়ি যাব ও ও ও ও ও ও ! আমায় বাড়ি যেতে দাও ও ও ও ও ও......," কেউ আমায় বেঁধে রাখেনি ঠিকই কিন্তু ওই আর কি...
Tuesday, 24 June 2014
বাক্স গাড়ি vs বুড়ির চুল
আপনাদের স্কুলজীবন কিভাবে শুরু হয়েছিল? আকাশী রঙের জামা-নীল রঙের প্যান্ট/স্কার্ট-গলায় খয়েরি টাই-পায়ে সাদা বা কালো জুতো, নাকি যেকোনো একটা রঙের জামা আর পায়ে যাহোক একটা জুতো? আমার দ্বিতীয়টা। অর্থাত কিনা আমার পাঁচ বছর বয়স হতেই আমার বাবা আর রুমার বাবা যথাক্রমে আমাকে আর রুমাকে সাইকেলে চাপিয়ে আমাদের গ্রামের ভারত সরকার এর স্নেহধন্য একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দিয়ে এলেন। তখন আমাদের গ্রামে কোনো কিন্ডারগার্টেন...
Monday, 23 June 2014
সফল হওয়া! "সে বুঝি আর হইল্য না।"
সোমবার সকালে উঠে আপনি কি করেন? শুনেছি নাকি বড় বড় সফল ব্যক্তিরা বিশেষ করে সোমবার সকালটা দারুন ফোকাসড থাকেন। আমার কথা নয়, আমাদের সকলের কমন 'সিধুজ্যাঠা' মানে Google বলছে। ভাবলাম দেখি সোমবার সকালের নিরিখে আমার জীবনে সফল হবার চান্স কতটা। তাঁদের আর আমার সোমবার সকালের to do লিস্ট পাশাপাশি রেখে এত কষ্ট হলো কি বলব। তাঁদের সব ভগবান বলে মনে হতে লাগলো। মানুষের এত মনের জোরও থাকে?...
Sunday, 22 June 2014
"ম্যাঁও ধরা কি সহজ নাকি?"
আমাদের বাড়িতে মানে যেখানে আমি এই মুহুর্তে আছি সেটি নয়, আমি অরিজিনালি যেখানকার ফসল, আমার সেই বাড়িতে বর্তমানে দুটি বেড়াল আছে। 'টুই' এবং 'মোটু'। বেড়াল যে আমি প্রচন্ড পছন্দ করি তা নয়। বস্তুত ওরাই আমাকে বিশেষ পছন্দ করে না। তাও টুইকে আমি কেন চটের ব্যাগে করে কলকাতা থেকে ট্যাক্সি এবং ট্রেনে চাপিয়ে প্রায় ৬০ কিলোমিটার দূরে আমার বাড়িতে মা-বাবার ঘাড়ে এনে ফেলেছিলাম...
Saturday, 21 June 2014
Friend for ever
In the midst of night, I got the chance to meet you from my window
You were waiting for me till the evening at the west I know
But it was the obligatory needs of life that prevent me to come to you
my friend
It was my thirst to see you
It was my urge to adore you
It was my agitation to touch you
Those made you so glittery that I was astonished to be a witness of
your heavenly sparkle
Under...
Friday, 20 June 2014
যাওয়াটা শেষ পর্যন্ত হচ্ছে কি?
কত বার কত রকম ভাবে কোথাও যাওয়া ক্যানসেল হতে পারে বলে আপনাদের মনে হয়? শরীর খারাপ, ট্রেনের টিকিট কনফার্ম না হওয়া, ছুটি না পাওয়া ইত্যাদি ইত্যাদি যেভাবেই হোক না কেন ব্যাপারটা খুবই খারাপ সে সম্পর্কে কিছু বলার নেই। ধরুন, চাঁদিফাটা গরমে পাড়া-প্রতিবেশী, অফিস কলিগ, বন্ধু-বান্ধবদের মনে খানিক ঈর্ষার উদ্রেক করার জন্য তাঁদের 'উফ এই গরমে তো আর পারা যাচ্ছে না' উক্তির উত্তরে ছোট্ট করে...
Thursday, 19 June 2014
আমি একটুখানি ঘুমোতে ভালোবাসি
হরিয়ানার এই জুন মাসের বিচ্ছিরিরকম গরমে হাবা (হাবা র কথা তো আগের দিনই বললাম) র মত শান্তশিষ্ট কুকুরও পর্যন্ত যখন খেঁকি হয়ে উঠেছে, তখন কাল সন্ধ্যেবেলা ধুঁকতে ধুঁকতে বেরিয়ে যখন দেখলাম বড়বড় ফোঁটায় বৃষ্টি নামল তখন মেন গেট এর অল্পবয়সী গার্ডটাও দেখি "বারিষ আয়া ?বারিষ আয়া ?" বলে হেসে হেসে বাইরে বেরিয়ে আসছে। যাকে আমি নিবিষ্টমনে হিন্দি খবরের কাগজ পড়তেই এতদিন দেখেছি কোনদিন কারো সাথে কথাবার্তা...
Wednesday, 18 June 2014
সহাবস্থান
সাধারণত: আমরা বাড়িতে কাউকে থাকতে দিতে না করি না। আমরা দুজন ছাড়াও গুটি ছয়-সাত কাঠবেড়ালি, অন্তত: গোটা কুড়ি পায়রা, দুটি কুকুর- এঁনারা দিনের বেশ কিছুটা সময় আমাদের সাথেই খাওয়াদাওয়া-ওঠা বসা করেন। এর মধ্যে আমাদের দুই বন্ধু, হাচিকো আর হাবা (হাচিকোর বান্ধবী) যারা কিনা জেনেটিক্সগত ভাবে কুকুর প্রজাতির, তাঁদের আমরাই নেমতন্ন করে ডেকে এনেছি। এজন্য বাইরের দরজার...
Tuesday, 17 June 2014
এক থাপ্পড়ে
আজ হয়ত অন্য কিছু একটা লিখতাম। কিন্তু সকালের একটা ঘটনায় এই গল্পটা না বলে থাকতে পারছিনা। আচ্ছা আপনাদের বাড়িতে কখনো কেউ এসে একটা থাপ্পড় মেরে আপনাদের থেকেই টাকা নিয়ে চলে গেছে? না না আমি ডাকাতির কথা বলছি না। শান্ত মাথায় সুস্থ পরিবেশে?........ আমাদের বাড়িতে হয়েছে এই ঘটনা। সত্যি বলছি।
বেশ কয়েক বছর আগেকার কথা। যখন আমার ওজন বেশ কয়েক কেজি কম ছিল। আমাদের বাড়িতে...
যাক ঝামেলা মিটে গেল
ঝামেলা আর কার ই বা ভালো লাগে? ওটা মিটিয়ে ফেলতে আমরা সবাই ভালোবাসি। কিন্তু ঝামেলা তো আর আমাদের মর্জি মত চলবে না যে মেটাতে চাইলেই মিটে যাবে। তাও আমরা যে যার সাধ্য মত চেষ্টা করি। তবে আমার বাবার মত ঝামেলা মিটিয়ে ফেলতে কেউ পারবে না। এ আমি ২০০% হলফ করে বলতে পারি। আমার বাবা দৈনন্দিন সমস্ত কাজ কেই ঝামেলা বলে থাকেন। মানে ধরুন, একদিন সকালে বাবা কে বাজার করতে হবে, জেঠুমনির বাড়ি...
Monday, 16 June 2014
নতুন রকম ইচ্ছেখাতা
ইচ্ছেখাতা (যা ইচ্ছে লেখা যায়, দেখে কেউ নম্বর দিতে আসবে এই ভয় নেই তো তাই 'ইচ্ছেখাতা') আমার অনেক দিনের সঙ্গী। সেই কোন ১২-১৪ বছর বয়সে জেঠুমনি একটা ছোট্ট ডায়রি দিয়েছিল চকলেট রঙের।তার আবার তিনটে পার্ট। মানে threefold আর কি, তো সেই ডায়রি তে বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল এ তেন্ডুলকার এর স্কোর, ভারতের নবতম মহাকাশযান এর নাম, গরমের ছুটিতে বন্ধুদের না জানিয়ে অনেকটা পড়া এগিয়ে রাখার সংকল্পে...
Subscribe to:
Posts (Atom)