জীবনে যা কিছু ফাঁকি পড়ে গেল,
মৃত অনুভূতি যত,
অজেয় বিষাদ, তাড়া করে শুধু
অমোঘ প্রেমের মত।
পলে অনুপলে অতীত যাপন
মেঘমাখানো স্মৃতি,
প্রেমহারা মন পরশ খোঁজে
মরমী জীবনগীতি।
গতজন্মের ধার করা প্রেম
অলীক স্বপ্নময়,
মরে আর বাঁচে, লজ্জা হারায়
যাপিত জীবন ক্ষয়।
তবুও স্বপ্ন, তবুও আশা,
তবুও প্রতীক্ষা
অশেষ ঋণে ক্ষয়িত কামনা
তবুও তিতিক্ষা।
0 comments:
Post a Comment