ইচ্ছে ছিল
শিশির মাখা নরম ঘাসে
উপুড় হয়ে
চোখে মুখে শিশির মাখার।
ইচ্ছে ছিল
খোলা নৌকায় সমস্ত রাত
চিৎ হয়ে
মহাসাগরের মাথার ওপর তারা দেখার ।
ইচ্ছে ছিল
দেখবো বসে তেপান্তরের মাঠের পারে
কেমন করে
ভোর হয়ে যায় রাত্রি থেকে।
ইচ্ছে ছিল
নদীর সঙ্গে পথ চলার
কেমন করে
পাহাড় থেকে পথ খুঁজে নেয় সাগর পানে।
শিশির মাখা নরম ঘাসে
উপুড় হয়ে
চোখে মুখে শিশির মাখার।
ইচ্ছে ছিল
খোলা নৌকায় সমস্ত রাত
চিৎ হয়ে
মহাসাগরের মাথার ওপর তারা দেখার ।
ইচ্ছে ছিল
দেখবো বসে তেপান্তরের মাঠের পারে
কেমন করে
ভোর হয়ে যায় রাত্রি থেকে।
ইচ্ছে ছিল
নদীর সঙ্গে পথ চলার
কেমন করে
পাহাড় থেকে পথ খুঁজে নেয় সাগর পানে।
ইচ্ছে ছিল, ইচ্ছে থাকে, ইচ্ছে থাকুক মায়ায় মুড়ে।
আমি কেবল মিথ্যেকারের স্বপ্ন দেখি ইচ্ছেমতন ইচ্ছে জুড়ে।
0 comments:
Post a Comment