Monday, 5 February 2018

অভিমান



জমানো সব অভিমানগুলোকে
উবে যেতে দেব বলে,
দুপুরবেলার রোদ্দুরের সাথে মিশিয়ে
বিছিয়ে রেখেছিলাম উঠোনে।

তারপর নিশ্চিন্ত মনে ভাতঘুম দিয়ে উঠে দেখি,
উবে যাবার বদলে-
রোদে পুড়ে আরও পোক্ত হয়ে উঠেছে
আমার কাঁচা অভিমানগুলো।

এখন আমার বরাদ্দ দুপুরের রোদ্দুরটাও
গিয়েছে খরচ হয়ে।
হাতের কাছে আর কিছু তো নেই
খরচ করার মতন।

এইবার এই রোদে-পোড়া, জমাট, পোক্ত
অভিমানগুলোকে নিয়ে আমি কি করি?   

0 comments:

Post a Comment