পলাশের মতন করে
বসন্তকে বোধহয় আর কেউ সংজ্ঞায়িত করতে পারে না। শীতের শেষের ন্যাড়া গাছে
কোথা থেকে যে আসে এত
লাল রঙ, সে এক রহস্য। বসন্তের উপস্থিতি যেমন ক্ষণিকের, তার উপস্থিতিকে অবহেলা করলে
সে অনাবধানে বিদায় নেয় আরও এক বছরের জন্য; তেমনিই পলাশের উপস্থিতিও মনে হয় ঠিক ওই
কটি দিনের জন্যেই। সবুজের ফাঁকে...
Friday, 27 February 2015
Monday, 23 February 2015
সার্কাস-৪....শেষ পর্ব

সার্কাস-১, সার্কাস-২ এবং সার্কাস-৩ এরপর........
চারপাশে বরফ, দূরে পরিস্কার কিন্নর কৈলাস পর্বতমালা, আর শান্ত নীল আকাশ। এই হলো ফাগু। আমরা কুফরী থেকে মিনিট দশেকের মধ্যেই ফাগু এসে যখন পৌঁছলাম, তখন সন্ধ্যা নামছে। আর বরফে মোড়া হিমাচলপ্রদেশের সরকারী পর্যটকনিবাসের যেরকম অবস্থান ও...
Sunday, 22 February 2015
সার্কাস-৩

সার্কাস-১ এবং সার্কাস-২ এরপর.......
এত কান্ড করে কালকা পৌঁছে শেষে সেই গাড়িতে করেই শিমলা পৌঁছতে হবে না কি রে বাবা? সেটাকে এড়াতেই যে এত কান্ড সে তো আগের পর্বেই বললাম। টয় ট্রেনে যাবার যখন সুবন্দোবস্ত আছে তখন হাতের ছয় ঘন্টা খরচ করেই না হয় যাব, তিন ঘন্টা সময় বাঁচাবার লোভে...
Friday, 20 February 2015
সার্কাস-২
সার্কাস-১ এরপর.....
সর্বহারার মত কিছুক্ষণ মেট্রো স্টেশন এর বাইরে দাঁড়িয়ে থাকার পর কিরকম যেন ঘোর লেগে গেল। দুজনে হাঁটি হাঁটি পা পা করে স্টেশনের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতেই দেখলাম পাশের লম্বা লাইনটি এঁকে বেঁকে বাড়তে বাড়তে স্টেশন এর বাইরে চলে গেছে। কিসের লাইন কে জানে? পার্থিব বিষয়ে জ্ঞান আস্তে আস্তে ফিরে আসছিল আমাদের। "কিসের লাইন এত বড় বলত?"-র উত্তরে ডেইলি টিকিট কাটার লাইনের কথাই মনে এসেছিল।...
Tuesday, 17 February 2015
সুন্দর
সাত
সকালে স্নান সেরে
পরিপাটি
করে চুল আঁচড়ে বললে
“কেমন
লাগছে আমায়?”
যদি
বলতাম,
প্রিয়
কবিতার মত সুন্দর লাগছে তোমায়
বিশ্বাস
করতে?
নাকি
আরও অনন্য বিশেষণ আশা করতে আমার কাছে?
এর
চেয়ে বেশি শব্দ তো বুকে ছিল না আমার
যা
দিয়ে তোমায় বর্ণনা করতে পারি।
অপূর্ব
সেই চোখের দিকে তাকিয়ে তাই শুধু বলেছিলাম
“সুন্দর”।
উত্তরে
স্নিগ্ধ হাসি ছড়িয়েছিল আমার কবিতা।
তারপর
সমস্ত দিন ধরে
তুমি
জড়িয়ে...
Friday, 13 February 2015
সার্কাস-১
গত তেইশে জানুয়ারী আমার জীবনের প্রথম ভ্রমনের ছোট্ট একটি গল্প আপনাদেরকে শুনিয়েছিলাম। সেটি একান্ত সম্পর্কহীন নিছকই একটি স্মৃতিকথা ছিলনা বরং আমাদের পরবর্তী ভ্রমনের একটি মুখবন্ধ ছিল বলা যায়। পরবর্তী ভ্রমণটির গন্তব্য অবশ্যই দীঘা ছিল না বলাই বাহুল্য। এই সাগরহীন রুক্ষ এলাকায় থেকে সপ্তাহ শেষের ছুটিতে চাইলেই তো আর সাগর বিরহী মনকে নিয়ে 'চল মন খানিক সমুদ্রভ্রমন করে আসি' বলে লোটা-কম্বল...
Wednesday, 11 February 2015
নামাবলী
আবার নাম বিভ্রাট। হাসব না কাঁদব বুঝে উঠতে পারছিনা। এর আগে নাম নিয়ে কি ঝামেলায় পড়েছিলাম সেটা তো বিশদে বলেছিলাম আপনাদের। আগেরবারভেবেছিলাম পোস্টটার নাম দেব 'নামাবলী' বা 'নামসংকীর্তন', আবার এই নাম বিভ্রাটে সেই পুরনো নামখানা আর না দিয়ে পারলাম না। জ্যেষ্ঠতাত প্রদত্ত সুন্দর একটি নাম থাকতে দিনের পর দিন ক্রমাগত একদল লোক যদি আপনাকে 'পিঙ্কি-পিঙ্কি ' বলে থাকে...
Monday, 2 February 2015
একটি অপার্থিব সন্ধ্যা

একটি বিষন্ন সন্ধ্যা কেমন করে তার একটি একটি মোড়ক খুলে হয়ে উঠতে পারে নতুনের প্রেরণা তার সাক্ষী রইলো আজকের শেষ শীতের শিরশিরে বাতাস, তন্বী বাবলা গাছের ঘন সবুজ জঙ্গলের পেছনে ডুবতে থাকা অনেকদূরের কিন্তু বড় আপনার আগুনরঙা একটি অগ্নিগোলক, আর মন শান্ত করা কিছু সুর।
শীতের হিমেল...
Subscribe to:
Posts (Atom)