Monday, 18 January 2021

খাঁড়ির গান -১

খাঁড়ির গান -১ ------------------ লিখতে চেয়েছে অনক্ষর ছন্দ। অতিদূর সাগরের অচেনা খাঁড়িতে ভাসিয়েছে ভেলা অখ্যাত জ্যোৎস্নাবেলায়। আধোঘুমে সে রাতের উদাত্ত স্প্যানিশ গান গাওয়া অচেনা ছেলেটির স্বর ভেসে আসে। ঘুমোতে দেয়না, জাগিয়েও রাখেনা সারারাত। নিঝুম অতলান্তিকের খাঁড়িতে পথভুলে চলে যাওয়া ম্যানগ্রোভ ঝোপঝাড়ে। বৈঠার টান রুখতে অসফল সে গতি। এসবই জাগিয়ে রাখে। আধখানা চাঁদ শুধু মিশে যায় গাইয়ে ছেলেটির সুরে, নেশার...

আমরা সেই কজনা

বুঝলি দেবী,   একটা মানুষের মধ্যে বোধহয় অনেকগুলো মানুষ থাকে। একটা মানুষ ক্লান্ত হয়ে দিনের শেষে চেয়ারে পিঠ ঠেকিয়ে 'আহ' বলে পিঠটা বেঁকিয়ে দেয় পিছন দিকে। সেই একই মানুষের মধ্যে আর একটা মানুষ বলে-'এসব তো হলো ,আসল কাজটা কখন হবে? শুরু করো এবার।' ক্লান্ত শরীরে চনমনে একটা মন নিয়ে চেয়ার ছেড়ে উঠতেই হয় তখন। মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ বাড়ন্ত হয়ে পড়ে যেন। খিদেয় মায়ের কথা মনে পড়ে। আর তারই মধ্যে অন্য...

A frustration

A gorgeous painting, with all shades of red and yellow, that was a sunset observed during the way to home at the west after a long irritating day. The day was in a weekend. Still it was a long day of work. Work is not at all irritating to persons like me. It should not be. But sometime the way of communicating with the world through the work we does, is irritating. The way of presentation is not the...

Monday, 4 January 2021

অসাধারণ

সফলতার সংজ্ঞায় অর্থ-যশ এবং প্রতিপত্তি এই তিনের কদর অনেককালের। অর্থের প্রাচুর্য্য না থাকলেও অর্থনৈতিক অবস্থার উন্নতি প্রতিটি পরিবারেই কিছু না কিছু হয়েছে। শিক্ষা ও সমাজের উন্নতি হলে অর্থনৈতিক উন্নতি হতে বাধ্য। এই প্রজন্মের মানুষ নিঃসন্দেহে তাঁর বাবা মায়ের যাপিত জীবনের তুলনায় কিছুটা হলেও বেশি ক্রয়ক্ষমতা রাখেন। সেটিই এক্ষেত্রে আমি অর্থনৈতিক উন্নতি বলছি। ছোটবেলায় যার জন্য কিছুটা হলেও লড়াই করতে হয়েছে, কিছু...