Tuesday, 4 November 2025

তিতিবিরক্ত

 সবথেকে বিরক্ত লাগে কেউ কোনও বিষয়ে অহেতুক জোর করলে। প্রাপ্তবয়স্ক কাউকে কোনও বিষয়ে জোর করা মানে তাঁর সিদ্ধান্তকে সম্মান না দেওয়া। যদি যথেষ্ট যুক্তি থাকে তিনি নিজেই অন্যের কথা মেনে নেবেন। তার জন্য জোর করার প্রয়োজন পড়েনা। হয়তো তিনি বিষয়টি ভাবেননি। সামনের কেউ বললো, তিনি বিষয়টির যৌক্তিকতা বুঝে মেনে নিলেন এবং তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করলেন। আর যদি তিনি তা করতে না চান তাহলে তিনি সামনের মানুষটির যুক্তি যথেষ্ট বলে মনে করেন না। বা তাঁর নিজের নেওয়া সিদ্ধান্ত যথেষ্ট পাকাপোক্ত ভিত্তির ওপর নির্মিত। জোর করে তা ভেঙে নিজের ইচ্ছে প্রতিস্থাপন করা কোনও শুভাকাঙ্খীর কাজ হতে পারেনা । 


জোর করে নিজের ইচ্ছে আমার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টার মানে আমার কাছে - সামনের মানুষটি আমার বুদ্ধি, ইচ্ছে, মানসিকতাকে গুরুত্ব দেননা। That is it. 


তিনিও একজন ব্যক্তিমানুষ হিসেবে নিজের ইচ্ছেরই প্রকাশ করছেন মাত্র। আহা আমায় ভালোবেসে বলছে তাই আমি আমার মত ওর ওপর চাপাবো না। এই সামাজিকতা কিন্তু তিনিও সেই মুহূর্তে আমায় দেখাচ্ছেন না। 


Disgusted about this so called "ভালোবেসে বলছে" অত্যাচার! আমি তো তাঁর বা তাঁদের জীবনশৈলীকে প্রশ্ন করতে যাচ্ছি না। হাসিমুখেই সেই নিমন্ত্রণে সায় দিচ্ছি। তাহলে কেন আমি সেইটুকু reciprocating behavior তাঁর বা তাঁদের কাছ থেকে আশা করতে পারিনা!

0 comments:

Post a Comment