Thursday, 23 October 2025

23rd October 2025

সকাল থেকে দুপুর পর্যন্ত ছায়া যখন লম্বা হয়ে হেলে থাকা অবস্থা থেকে ছোট্ট হয়ে পায়ের তলায় পড়ে থাকা অবস্থায় পৌঁছায়, মানসিক স্থিতিও ক্রমান্বয়ে লম্বা বিস্তারিত থেকেক্রমশ: ছোট হতে হতে পায়ের তলায় মিলিয়ে যায়।

--------------------

আদতে আমি অন্তর্মুখী হলেও মাঝে মাঝে মানুষের সাথে কথা বলতে খুব ইচ্ছে করে আসলে সমাজবদ্ধ মানবজীবনে কথোপকথন না হলে মনে চাপ পড়ে আর সবচাইতে বড় কথা, কথা বলা আর শোনার মধ্যে শোনার ভাগ এখন কম সবাই বলতে চায় শোনার জন্য একজন মানুষ যার আছে, সে ভাগ্যবান আমিও হাতে সময় থাকলে নানা মানুষকে ফোন করার কথা ভাবি আজকাল চট করে ফোন করা যায় না কাউকে মেসেজ করে আগাম পরিস্থিতি বুঝতে হয়মেসেজই করি কখনো কেউ উত্তর করে দুই চারজন হাতে গোনা মানুষ ফোন করে কথা বলে একটি বা দুটি মানুষ শোনে আমিও কি শোনার জন্য ফোন বা মেসেজ করি? হয়তো আমার জমে থাকা অনুভূতিগুলিকে বাইরে বের করবার জন্যই হাত বাড়াই চৌকোনা যোগাযোগ যন্ত্রটির দিকে বলার তাগিদই বেশিশোনার আর তেমন তাগিদ কৈ! কেউ কেউ আবার শোনার ভান করেন ভান যে সেটা তাঁরা বুঝে করেন এমনটা নয়কান পেতে অপেক্ষা করেন কখন সামনের মানুষের বাক্যটি শেষ হয় সাথে সাথে তিনি কিছু একটা উত্তর করেন ঝগড়া নয় জাস্ট কথা বলে যাওয়া সামনের মানুষটি কী বললো, তার পরিপ্রেক্ষিতে তিনি যে অনেকসময় অবান্তর কথা বলছেন সেটাই বুঝে বলেন নাকেমন এক মগজ হৃদয়রহিত কথাবার্তা কথোপকথন নয়

আবার এমনও হয়েছে, আগে খুবই গভীর কথোপকথন হয়েছে এমন মানুষের সাথে বহুদিন যোগাযোগ নেই, কি মনে হতে মেসেজ করে কুশল সংবাদ নেবার পরে ভালো করে কথা বলবো এমন প্রস্তাব দিতেই সে মানুষ ভারী ব্যস্ত হয়ে পড়েছে কিছুতেই ফোন তো দূর, মেসেজ অবধি আর করে উঠতে পারেনি বা ভারী দায়সারা উত্তর দিয়েছেঅথবা, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই একদিন কথা বলব সেই একদিন আর আসেনি আসলে আসবেওনা এসব সিগন্যাল আজকাল বুঝতে পারি অপরপক্ষ তেমন ভাবে আর উৎসাহিত নয় কথোপকথনে অথবা সেসব পুরোনো দিন গেছেই সত্যসত্যিই চলে অথবা ভেবেছে কোনো জাগতিক প্রয়োজনে কথা বলতে চাইছি সেটা ভাবা অবশ্য তেমন অযৌক্তিক নয় আজকালের চটজলদি ডিজিটাল সম্মোহনের যুগে, পুরোনো মানুষের সাথে সম্পর্ক জিইয়ে নিয়ে পুরোনো কথা কপচাতে চাওয়া মানুষ আর কে আছে! সুতরাং মেসেজের সুতোটা ফোনের স্ক্রিনে ওপেন এন্ডেড হয়েই থেকে গেছে বেশিরভাগ ক্ষেত্রে! তার মধ্যেও দুএকজন নিজে থেকে খোঁজ নেয় মেসেজ করলে উত্তর আসেই একটানা চল্লিশ মিনিট সত্যিকারের কথোপকথনের মতো ফোনকলও আসে সেসব অমূল্যসম্পর্ক! যত্নে লালন করতে হয় অবশ্য লালন না করলেও কি করে যেন সুতোটা রয়েই যায় সৌভাগ্য!   

 

হেমন্তের দুপুর পার হলেই বাতাসে যে গন্ধটা পাই সেটা মনকেমনের এটা কাউকে বোঝানো যাবে না কিন্তু মনকেমনের একটা গন্ধ আছে নাকে আসলে নাকটা অল্প জ্বালা করে সাথে শিরশিরে প্রথম শীতের হাওয়া এসব মিলিয়েই কথা বলতে ইচ্ছে করে কথা শুনতে ইচ্ছে করেএকটি নির্দিষ্ট বিষয়ে গভীর কথোপকথনে ডুব দিতে ইচ্ছে করে তেমনটা আর হয়ে ওঠে কৈ!

 

হেমন্ত কেবলই আসন্ন দুর্দম শীতের আশঙ্কায় শঙ্কায়িত করে  

 

 

0 comments:

Post a Comment