Sunday, 26 October 2025

26th October 2025

 


হাসপাতালের রিসার্চ সেন্টারে কাজ করার একটা অযাচিত অভিজ্ঞতা রয়েছে। মানুষের উদ্বেলিত আবেগের সাক্ষী হওয়া। বেশিরভাগ ক্ষেত্রেই তা নেগেটিভ ইমোশন। কান্নাকাটি। সবদিন সমান যায় না। ক্যান্সার সেন্টারের রিসার্চ আর ক্লিনিক্যাল দিকটির মাঝে কেবল একটিমাত্র  দরজা। মাঝে মাঝেই সেই দরজা খুলে ওপারে যাবার প্রয়োজন পড়ে। দরজা খুলেই  বারান্দা। সেখানে রোগীর বাড়ির লোকেদের অপেক্ষা করার ছোট একটু আয়োজন। কাল হুড়মুড়িয়ে বেরোচ্ছিলাম বিকেলবেলায়। দেরি হয়েছিলো। ক্লিনিক্যাল দিকের বারান্দা দিয়েই প্রতিদিনের পথ। বেরিয়েই দেখি একটি চেয়ারে প্রৌঢ়া মহিলা এক বসে। গালে হাত। চোখ বন্ধ। বন্ধ চোখ দিয়ে জল নেমে ভিজিয়ে দিচ্ছে একটা গাল। চট করে মুছে নিচ্ছেন বাঁ হাত দিয়ে। পাশের চেয়ারে বছর বারো চোদ্দর কিশোর। ঘুমিয়ে পড়েছে। হাসপাতালে অপেক্ষারত মানুষের ছবি বোধহয় সব জায়গাতেই একই হয়। ভারত হোক বা আমেরিকা। কোথাও তাঁদের চেয়ে বেশি আতপ্ত বুঝি আর কেউ নেই। কী হবে না হবের দোলাচলে দিনের পর দিন কাটে। বুকের ভিতর ধুকধুক করে বেঁচে থাকে আশা। অনেকসময়ই চুড়ান্ত দুরাশা। পেটের মধ্যে গুড়গুড়িয়ে ওঠা ভয়। প্রতিটা ডাক, প্রতিটা ফোন রিং -এ প্রাণান্তকর ভয়। অজান্তেই গড়িয়ে পড়ে চোখের জল। এক, সব এক অনুভূতি। সব জায়গায়। পৃথিবীর সব হাসপাতালে। 


দিন দুই আগের কথা। আবার সেই বিকালে বাড়ি যাচ্ছি। আমাদের আগে আগে হাসপাতালের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছেন বৃদ্ধ দম্পতি। শ্লথ গতি। বয়সোচিত। দুজনে একই রকম শার্ট পরেছেন। ম্যাচিং। হাত ধরে হাঁটছেন। ভালো লাগছিলো পিছন থেকে দেখতে। চলার পথে তিনটি সিঁড়ি পড়লো। একজন একপা করে নামলেন। দাঁড়ালেন। হাত ধরে অন্যকে নামালেন। ফের একপা নামলেন। দাঁড়ালেন। হাত ধরে অন্যকে নামালেন। এভাবে তিনটে সিঁড়ি উতরে গেল। ভাবছিলাম, তিনটেই কি সিঁড়ি! সারা জীবনে এভাবে কত কত সিঁড়িই না উতরেছেন। একে অপরের হাত ধরে। এখন কাল এর নিয়মে একজন আর একজনের চাইতে বেশি অসুস্থ হবেন। চলে যাবেন। সেটি দুজনের মধ্যে কে তা কেউ জানে না। জীবনের ধন্দ। কোনও সমাধান নেই এই ধাঁধার। ধীরে ধীরে পেরিয়ে গেলাম তাঁদের আমরা দুজনে। আমাদের সেদিনেও তাড়াহুড়ো ছিলো। বয়সোচিত। ওঁদেরও নিশ্চয়ই আমাদের মতো তাড়াহুড়ো ছিলো একটা সময়ে। এখন আমি নিশ্চিত যে ওঁরা চান সময় যেন থমকে যায়। ক্যান্সার সেন্টারের লবিতে, বারান্দায় বয়স্ক মুখগুলো বদলে বদলে যায়। কিন্তু সময়কে শ্লথ করে দেবার শান্ত প্রচেষ্টার পরিচিত ইচ্ছেটা থেকেই যায়। আমরা ওঁদের পার হয়ে রাস্তার দিকে হাঁটতে থাকি। সময় বয়েই চলে। 

Saturday, 25 October 2025

24th October 2025

গতকাল সন্ধ্যে সোয়া সাতটা মতো বাজে তখন ওমাহারহেমন্তসন্ধ্যা তখন আকাশের দিনশেষের  শেষ নরম কমলাআলো নিভিয়ে ফেলেছে অন্ধকারে সারি সারি শ্লথ গতিরগাড়ির পিছনের জোড়া জোড়া লাল আলোগুলোহ্যালুইনের আলোকসজ্জার মতো মনে হচ্ছে চলন্তগাড়িতে নিশ্চুপ বসে থাকলে চিন্তার স্রোত বয়ে যায় মাথাজুড়ে সারাদিনে পাঁচজনের সাথে, মানে বিশেষ ভাবে বলার মতো ইন্টারঅ্যাকশন হয়েছে দুইজন ফোনের মেসেজিং এর মাধ্যমে আর তিনজনের সাথে সরাসরিপ্রথম জনকে আমি মেসেজ করে খুঁচিয়েছিলাম কুশল সংবাদ নিতে সেসব হল পাঁচ বছর USA এর প্রথম সারির মেডিকেল ইউনিভার্সিটিতে মন দিয়ে কাজ করার পরপাব্লিকেশন এর ভাঁড়ার বাইরে থেকে প্রায় শূন্য শিকারহয়েছে বাইরে অপ্রকাশিত বর্ণবিদ্বেষের চোরাস্রোতের মতো এখনো বহু বহু জায়গায় এজিনিস বিদ্যমানবেশিরভাগই বাইরে লিবারেল ভেতরে একশো বছর আগেরধারণা নিয়ে বসে আছে সেরকমই ল্যাব পলিটিক্সের শিকার হয়ে কিছু পেপারের ফার্স্ট অথোরশিপ হাতছাড়াতারপরে বাক্যবানের জ্বালা দীর্ঘদিন ধরে সয়ে সয়ে শেষেল্যাব পরিবর্তন করার বাসনায় অন্য ল্যাবে কথাবার্তা- ইন্টারভিউ চালাতে থাকে কয়েকটি জায়গায় মনমতো কথাবার্তাও এগোয় পুরোনো ল্যাবে নোটিশ দেওয়ার পরেপরেই বোমার মতো খবরগুলো এসে পৌঁছায় বর্তমানসরকারের বিজ্ঞান গবেষণায় ফান্ডিং কাট, এমনকি ফান্ডেড গ্রান্ট মানি রিলিজ না করা, সর্বোপরি নতুন H1b ভিসা নিয়ে প্রথম এনাউন্সমেন্ট ব্যাস, সাম্ভব্য পরবর্তীএমপ্লয়াররা স্বাভাবিকভাবেই পিছিয়ে গেলেন এই মুহূর্তেনতুন কাউকে নিতে সম্ভাবনাময় তরুণী ডাটা সায়েন্টিস্টএর কেরিয়ার অনিশ্চিত বাড়িতে থাকা, একজনের আয়েবাচ্চাকে ডেকেয়ারে রেখে কাজ খোঁজা, পুরোনো ল্যাবেরযাবতীয় পলিটিক্স সামলে পেপারের তদবির করা সবইকরছে ভেঙে পড়ছে একা ঘরে কাঁদছে আবার চোখমুছে  উঠে নতুন এপ্লিকেশন করছে আরো কি কি সাথেলড়াই করছে তা নাহয় নাই বললাম।

দ্বিতীয় জন নিজেই তার লেখা দুটি লেখা আমায় পড়তেপাঠালো অনেক জুনিয় তার ডক্টরাল কোর্সের প্রথম দিনথেকে চিনি কলকাতার বাঙালি বলে নিজে থেকে এসেআলাপ করেছিল কোর্সের বিভিন্ন সময় বিভিন্নএকাডেমিক সমস্যায় সিনিয়র হিসেবে বা বড়ো দিদিহিসেবে গাইড করার চেষ্টা করেছি তার আলস্য দেখলেমৃদু বকুনিও দিয়েছি তাকে নরম, অপরিণত ছোটবোনেরবাইরে তেমন কিছু ভাবিনি  কাল তার দুটি লেখা প্রথমবারের মতো পরে বুঝলাম ভেতরে মানুষটা কতটা পরিণত! ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, সম্পর্কের পরিণতিসম্পর্কে তার ভাবনার প্রকাশ চোখে জল এনে দিলমানুষকে আর কতদিন আমরা মলাট দেখে বিচার করবোজানিনা পিএইচডি শেষে পোস্টডক্টরাল রিসার্চে ঢুকেছেব্যক্তিগত জীবনে প্রবল সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেএমতাবস্থায় কাজের স্থিরতাটুকু যেন থাকে ভগবান! তারওল্যাবে সমস্যা চলছে শুনেছি

তৃতীয় চতুর্থ দুইজন দিনের শেষে এলো আমার কাজেরঘরে আধঘন্টা কথাবার্তা হল নব্বই ভাগ কথাবার্তাইকেরিয়ার সংক্রান্ত হতাশায় এই দুইজন এখনো ডক্টরেটপায়নি পেয়ে যাবে পরের বছরেই সুতরাং আসন্ন দিনেএকাডেমিক জব মার্কেটের অনিশ্চয়তার খবরেপ্রত্যেকের মতো এরাও শঙ্কিত এতদিন ধরে এতোরগড়ানি খেয়ে সর্বোচ্চ ডিগ্রি পেয়ে পরবর্তী ক্ষেত্রে কাজথাকবে কিনা, থাকলেও মেধার মূল্য যা পাওয়া যাবে, এদেশে বিলাসিতা ছেড়ে শুধুমাত্র বেঁচে থাকার এবং বিলপেমেন্ট করার জন্য তা যথেষ্ট হবে কিন এই চিন্তাতেএকাডেমিয়া ছেড়ে চলে যাওয়া গবেষকের সংখ্যাআশঙ্কাজনক ভাবে কমছে এবং চিন্তাটি যথেষ্ট যুক্তিযুক্তপরে নাহয় একদিন এই নিয়ে বিস্তারিত কথা বলা যাবেআপাতত: শেষের জনের কোথায় আসি তাহলে এইপ্রসঙ্গের জ্বলন্ত এক উদাহরণকে সামনে থেকে আমরাদেখতে পাবো                  

পঞ্চম তথা শেষের জনের সাথে দেখা হলো কাল সন্ধ্যায়ভারতীয় দোকানে সবজি কিনতে গিয়ে   অনেকদিন পরদেখা বহুদিন ধরেই হতাশাগ্রস্থ পিএইচডি ছিল উদ্ভিদবিজ্ঞানে ভারত থেকে পোস্টডক রিসার্চ করতে এসে দুচার বছর অন্তর অন্তরই ল্যাব পরিবর্তন করতে হয়েছেঅতি সাম্প্রতিক কালের রিসার্চ ফান্ডিং ক্রাইসিস এর বহুআগে থেকেই গ্রান্ট পাওয়া ক্রমাগত চাপের হয়ে চলেছেআর কোনো ল্যাবের ফান্ড কম থাকলে প্রথম কোপটা পরেপোস্টডকদের ওপর কারণ ডক্টরাল স্টুডেন্ট দেড় কেউচলে যেতে বলতে পারবে তাদের ডিগ্রি দিতে হবেতাদের জন্য গ্রাজুয়েট কমিটি আছে সুততং এইপঞ্চমজনের মতো পোস্টডকদের বার বার ল্যাব চেঞ্জকরতে হয় একবার বলেছিলো মনে পড়ে দূর একটু মনদিয়ে কাজ করে ভালো ডাটা পাচ্ছি তো তারপরেইঅন্যজায়গায় চলে যেতে হচ্ছে এরকম করে রিসার্চ হয়! সে কিন্তু বেতনের জন্য কমপ্লেইন করেনি নূন্যতম চাহিদাছিল কাজের সামান্য দীর্ঘ্যস্থায়ীত্ব রিসার্চে মনোনিবেশকরার জন্য যা অত্যন্ত জরুরি কাল বললো একাডেমিয়াছেড়ে ইন্ডাস্ট্রিতে যৌন করেছে সেখানেও যে বিশেষ কিছুরিসার্চ হচ্ছে এমনটা নয় যা হচ্ছে তার সুপারভিসারি করারকাজ সর্বোপরি রিসার্চের স্বপ্ন ছেড়ে বেঁচে থাকে জন্য সেইন্ডাস্ট্রির কাজে যোগ দিলেও পারিবারিক জীবন মধুরচলছে এমনটা নয় স্ত্রী রিসার্চ এর জব পেয়েছে  কিছুটাকাজের স্বাধীনতা  কিন্তু দেশের অন্যপ্রান্তে সে বাচ্চাদেরনিয়ে দূরে এপলাই করছে তার কাছাকাছি যাবারঅর্থনৈতিক দৈন্যতা, বিজ্ঞানের খিদে না মেটা, এমনকিপরিবারের সাথে থাকতে না পারা এতোই কি মূল্য দেবারছিল ভালো রিসার্চ করবো এই স্বপ্ন দেখার জন্য!

 

জানিনা রিসার্চারদের কবে সমস্ত দেশের সরকার মেধা, প্রচেষ্টা আর বুদ্ধিমত্তার উপযুক্ত মূল্য দেবে!