Saturday, 17 March 2018

শ্রী



বন্ধ জানালার ফাঁকে
ছায়াছায়া রোদ্দুর এসে বসে।
উঁকিঝুঁকি-লুকোচুরি চলে সারাক্ষণ।
দুপুর শেষে সাজানো পেলব উষ্ণতার মন্তাজ।

বন্ধঘরের জানলার কাঁচে
শ্রী রাগের আলোড়িত আলাপন খেলা করে।
শ্রী আর রোদ্দুরে আলাপ জমেনি আজও।
মনসিজে শুধু মেঘলা আকাশ, উতল প্রতীক্ষায়।


0 comments:

Post a Comment