Thursday, 22 March 2018

গন্তব্য



অযুত বছরের পুঞ্জীভূত শোক
নেমে এসেছে বসন্ত বরিষণরূপে।
অবিরল ধারাবরিষণে,
মিশেছে মন।
তরলীভূত হয়ে।
অনন্তের আবাহানে
ছুটেছে জীবন।
স্থিরতা হীন গন্তব্যের পানে।
সমান্তরালে ছুটে চলেছে
একের পর এক স্রোত।
প্রতিটি স্রোতের জন্য
নির্দিষ্ট তার গন্তব্য।
জীবনজুড়ে শুধু গা ভাসিয়ে চলা
সঠিক স্রোতের গতিপথ খুঁজে নিয়ে।
গন্তব্য নাহয় পরেই খোঁজা যাবে।
গন্তব্যের অনিশ্চয়তায়
স্রোতের সঙ্গে ভেসে থাকার
শীতল অনুভূতিটুকু গিয়েছে ভেসে।
শুধু চলার ক্লান্তিটুকুকে
চলার আনন্দ দিয়ে
তরল করে নেওয়ার প্রচেষ্টা।


Related Posts:

  • এই_সপ্তাহের_শেষে-8 #এই_সপ্তাহের_শেষে ৮. মাইটোকন্ড্রিয়া আর মেদ ---------------------------- আজ একটু অন্য গল্প করি। ক্যান্সারের গল্পে ফিরে আসব পরের সপ্তাহেই। কথা … Read More
  • দ্য ক্যাফে - ২ কিছু কিছু দিন ভালো মন্দ মিশিয়ে কেটে যায়। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কিছুই মগজে কিছুটা ছাপ ফেলবার আগেই কি করে যেন সন্ধ্যে নেমে আসে। খারাপ লাগ… Read More
  • দ্যা ক্যাফে -১ একটু দূর থেকে কিছু বা কাউকে নজর করার মধ্যে বেশ একটা নেশা আছে। যেমন দুজন মানুষের মধ্যে সম্পর্ক। ধরা যাক, একটা কফির দোকান। এককাপ কফি নিয়ে বুঁদ হয়ে বসে… Read More
  • একটি পথ এবং একটি অনুভব-২ প্রথম পর্বের পর রোদ বাড়ার সাথে সাথে গরম বাড়তে লাগলো। আমরা নিয়মিত হাঁটিয়ে নই। আমাদের গরম জামাকাপড় আস্তে আস্তে বোঝা হয়ে যেতে লাগলো। পরতের পর পরত খুলত… Read More
  • একটি পথ এবং একটি অনুভব-১ কিছু কিছু সময় পরাজয় প্রয়োজন। তাতে নিজের ক্ষমতা সম্পর্কে মিথ্যে ধারণা গুলোর একটা হিল্লে হয়। আর মাথা পরিষ্কার হলে পরাজয়ের ক্ষোভ মিটিয়ে, প্রয়োজনীয়… Read More

0 comments:

Post a Comment