Thursday, 22 March 2018

গন্তব্য

অযুত বছরের পুঞ্জীভূত শোক নেমে এসেছে বসন্ত বরিষণরূপে। অবিরল ধারাবরিষণে, মিশেছে মন। তরলীভূত হয়ে। অনন্তের আবাহানে ছুটেছে জীবন। স্থিরতা হীন গন্তব্যের পানে। সমান্তরালে ছুটে চলেছে একের পর এক স্রোত। প্রতিটি স্রোতের জন্য নির্দিষ্ট তার গন্তব্য। জীবনজুড়ে শুধু গা ভাসিয়ে চলা সঠিক স্রোতের গতিপথ...

Saturday, 17 March 2018

শ্রী

বন্ধ জানালার ফাঁকে ছায়াছায়া রোদ্দুর এসে বসে। উঁকিঝুঁকি-লুকোচুরি চলে সারাক্ষণ। দুপুর শেষে সাজানো পেলব উষ্ণতার মন্তাজ। বন্ধঘরের জানলার কাঁচে শ্রী রাগের আলোড়িত আলাপন খেলা করে। শ্রী আর রোদ্দুরে আলাপ জমেনি আজও। মনসিজে শুধু মেঘলা আকাশ, উতল প্রতীক্ষায়।...

Thursday, 8 March 2018

হাচিকোপুরাণ/ পর্ব-১/ মুখবন্ধ

হাচিকো মস্তান ভৌ ভৌ হাচিকোপুরাণ হইল হাচিকোর বীরগাথা। এই মহাকাব্য শুরু করিবার আগে এই মহাকাব্যের স্থান কাল, পাত্র-পাত্রী সম্পর্কে কিঞ্চিৎ গৌরচন্দ্রিকা প্রয়োজন। ২০১২ র নভেম্বর হইতে ২০১৫ র অক্টোবর অবধি এক গবেষনা সংস্থাতে থাকাকালীন এই অধমের 'হাচিকো' নাম্নী বীরের সহিত আলাপ এবং পরে কিঞ্চিৎ সখ্যতা করিবার...