
অযুত বছরের পুঞ্জীভূত শোক
নেমে এসেছে বসন্ত বরিষণরূপে।
অবিরল ধারাবরিষণে,
মিশেছে মন।
তরলীভূত হয়ে।
অনন্তের আবাহানে
ছুটেছে জীবন।
স্থিরতা হীন গন্তব্যের পানে।
সমান্তরালে ছুটে চলেছে
একের পর এক স্রোত।
প্রতিটি স্রোতের জন্য
নির্দিষ্ট তার গন্তব্য।
জীবনজুড়ে শুধু গা ভাসিয়ে চলা
সঠিক স্রোতের গতিপথ...