ভন্ডামির চোরাস্রোতে গা ভাসিয়ে বেঁচে থাকা
প্রাণপণে চেপে রাখা নিজের অস্তিত্ব
প্রতিদিনের চলাফেরায় হাস্যস্পদ করে চলা নিজের বোধ
সে তো মৃত্যুরই সমতুল।
শুধু মাথার ওপরের সাদা রঙের ছাদ,
কালো হয়ে আসা পাখা আর
শীতের শিরশিরে হাওয়ায় দুলতে থাকা ঘরের কোণের একটুকরো ঝুল
জানে আমার অস্তিত্ব।
জানে কেমন করে শীতল মৃত্যু থেকে
একটু একটু করে বাঁচিয়ে তুলি আমার আমিকে।
প্রতিদিন।
প্রাণপণে চেপে রাখা নিজের অস্তিত্ব
প্রতিদিনের চলাফেরায় হাস্যস্পদ করে চলা নিজের বোধ
সে তো মৃত্যুরই সমতুল।
শুধু মাথার ওপরের সাদা রঙের ছাদ,
কালো হয়ে আসা পাখা আর
শীতের শিরশিরে হাওয়ায় দুলতে থাকা ঘরের কোণের একটুকরো ঝুল
জানে আমার অস্তিত্ব।
জানে কেমন করে শীতল মৃত্যু থেকে
একটু একটু করে বাঁচিয়ে তুলি আমার আমিকে।
প্রতিদিন।
0 comments:
Post a Comment