Wednesday, 29 March 2017

বৃষ্টিভোর

আজ ভোরে জানলা খুলতেই তার সাথে দেখা। সে যে আছে, কিংবা বলা যায়, বহুক্ষণ থেকেই ছিল, তা জানলা খোলার আগে অনুভবই করিনি। কোলাহলবিহীন তার উপস্থিতি। জানলা খুলেই দেখি, আজকের দিনটির মলিনতা মুছিয়ে ধুয়ে মেজে চকচকে করে রেখেছে সবকিছু সে। গাছপালারাও স্নান সেরে নিয়েছে ভোর রাত্রেই। ঝাঁকড়া চুল থেকে বাড়তি জল ঝরিয়ে...

Monday, 27 March 2017

চাহিদা

ক্ষুধার প্রয়োজনে অন্নসংগ্রহ,  অন্ন অন্বেষণের ক্লান্তিতে নিদ্রা,  আর শারীরিক প্রয়োজনে মৈথুন  শুনেছি আদিকালে এই ছিল  জীবনের চাহিদা।  এই তিন চাহিদা পূরিত করে,  অনায়াস অর্জিত শান্তিতেই যাপিত হচ্ছিলো আদিমানবীর জীবন।  তারপর, কেমনকরে যেন,  কোন এক...

Sunday, 26 March 2017

ব্রহ্মনাদ

প্রানের জন্ম কি শব্দ থেকে? ব্রহ্মনাদ শব্দটি সঠিক কি অর্থবাহক? হাজার হাজার নারী পুরুষের কোন অন্তরীন অতল থেকে উতসারিত আনন্দ, বীণার তানরূপে তুলেছে ঝঙ্কার। সৃষ্টি করেছে আদিম ব্রহ্মনাদ। সৃষ্টি করেছে প্রাণ। সৃষ্টি  করেছে শ্রী। সমষ্টিগত সেই শ্রীনাদের পুনরারম্ভে আজ কি পুনরাগমন হবে না সেই...