![]()  | 
| Google image থেকে | 
গদাম কয় গদামি
জানি
তোর বদামি।
আমরা
দুটি গাধা রে
গান
ধরেছি সা ধা রে।
সুরের
চোটে ফাটল ছাদ 
সেই
থেকে সুর রইল বাদ।
সেই
থেকে মন বেজায় ব্যোম 
হাত
পা ছুঁড়ি দমাদ্দম।
হাত
পা ছুঁড়ে ভাঙ্গল কাপ 
চা
টা খাব কোথায় বাপ?
একটা
বাটিও নেই বাকি? 
ঠিক
বলছ? বাপরে সেকি?
এতো
দেখি বেজায় রাগ!
আচ্ছা
ছাড়ো, যাক গে যাক। 
এবার
চল চা টা খাবো
কাপটা
না হয় আমিই দেব। 
সেই
ভাল বেশ চলো চলো 
মনটা বরং হবে ভালো।

0 comments:
Post a Comment