
Google image থেকে
গদাম কয় গদামি
জানি
তোর বদামি।
আমরা
দুটি গাধা রে
গান
ধরেছি সা ধা রে।
সুরের
চোটে ফাটল ছাদ
সেই
থেকে সুর রইল বাদ।
সেই
থেকে মন বেজায় ব্যোম
হাত
পা ছুঁড়ি দমাদ্দম।
হাত
পা ছুঁড়ে ভাঙ্গল কাপ
চা
টা খাব কোথায় বাপ?
একটা
বাটিও নেই বাকি?
ঠিক
বলছ? বাপরে সেকি?
এতো
দেখি...