Sunday, 29 November 2015

চা টা খাবো

Google image থেকে  গদাম কয় গদামি জানি তোর বদামি। আমরা দুটি গাধা রে গান ধরেছি সা ধা রে। সুরের চোটে ফাটল ছাদ সেই থেকে সুর রইল বাদ। সেই থেকে মন বেজায় ব্যোম হাত পা ছুঁড়ি দমাদ্দম। হাত পা ছুঁড়ে ভাঙ্গল কাপ চা টা খাব কোথায় বাপ? একটা বাটিও নেই বাকি? ঠিক বলছ? বাপরে সেকি? এতো দেখি...

বড় হয়ে ওঠা

অনেকদিন আগে, সম্ভবত জুন মাস নাগাদ যখন দুই এক দিনের জন্য ব্লগে কিছু লেখার চেষ্টা করেছিলাম তখন বলেছিলাম যে, ভাবনার সহজ প্রকাশ খাতায় কলমে তখনই সম্ভব যখন মস্তিস্ক-হৃদয়-আর পারিপার্শ্বিকতা সবাই একসাথে কোরাস গাইতে পারে। কোনভাবেই সেই কোরাস গানটিকে একসুরে বেঁধে উঠতে পারা যাচ্ছিল না এতদিন। ইদানিং পালে খানিক...