Monday, 20 April 2015

সকাল

মিটমিটে হলুদ রং হয় বুঝি বিষণ্নতার তখন হাওয়াতেও বুঝি স্তব্ধতার গতি জঙ্গুলে ঘন অন্ধকারে তাকিয়ে থাকতে থাকতে বেতাল মন কেবলি সমন্বয়ে আসার চেষ্টা করে চলে নিরন্তর। মধ্যরাতে নিরর্থক ক্লান্ত চোখে নেমে আসে ঘুমের অনিবার্যতা পরদিন আবার সকাল। তারপরদিন আবারও ভোরের পর ভোর আলো ছড়িয়ে যায় নিজের নিয়মেই। শুধু আমারই আজও কি করে যেন রাত কাটিয়ে সকাল হয়ে ওঠা আর হয়ে ওঠে না।    ...

Thursday, 16 April 2015

নববর্ষ

আপাতত এই বছরের নববর্ষটা বিশেষ শুভ বলতে পারছিনা। কারণ আবার আমাদের অন্ধকার বন্ধ বাড়িতে চাবি খুলে ঢুকতে হচ্ছে আবার আমাদের খিদে বোধ ফিরে এসেছে (এর আগের দুই সপ্তাহ খিদে পাবার আগে হাঁ করলেই মুখে টপাটপ সুখাদ্যের বর্ষণ হচ্ছিল)আবার আমাদের সকালে উঠে একা একা ফাঁকা ঘরে ঘুরঘুর করতে হচ্ছে আবার আমাদের সন্ধ্যেবেলায় ইন্টারনেট মুখে করে সময় কাটাতে হচ্ছে........ইত্যাদি ইত্যাদি। ব্যাপারটা আর কিছুই নয় দিন কুড়ি আমাদের...

Monday, 13 April 2015

বিছানা-২

বিছানা-১ এর পর....... জাগরী নিজের বিছানা পাতা সম্পর্কে একটু সচেতন। দিনের বাকি সবকিছুর ওপর বিশেষ নজরদারি না করলেও রাতের বিছানাটি পরিস্কার না হলে তার মন খুঁতখুঁত করে। কিছুটা পিটপিটেই সে বলবে নিজেকে এই ব্যাপারে। বেশ করে বিছানা ঝেড়ে ঝুড়ে তবে সে শোয় বিছানায়। কিন্তু একজন মানুষ নিজের বিছানাটা যে কতখানি আদর করে তৈরী করতে পারে সেটা দেখা বাকি ছিল জাগরীর। স্টেশনই যাঁর রাতের ঠিকানা সেরকম...

Friday, 10 April 2015

বিছানা-১

বারোটা উনিশ। স্টেশনের বড়সড় ডিজিটাল ঘড়িতে সময় দেখলো জাগরী। সারাদিন টৈ টৈ করে ঘুরেছে সে। ঝকঝকে রোদে গরমটাও মোটামুটি ভালই টের পাওয়া যাচ্ছিলো। তখন তো নেশার মতন ঘুরে গেছে। এখন এই রাত বারোটা উনিশে স্টেশনের সিমেন্টের বেঞ্চে সোজা হয়ে বসে থাকতে থাকতে সারাদিনের ক্লান্তিতে শরীর ভেঙ্গে আসছে জাগরীর। হাই উঠছে। ঘুমে চোখ জ্বালা করছে। কিন্তু এখনো আধঘন্টা মতন এই যন্ত্রনা ভোগ করতে হবে তাকে। সেই...