Sunday, 21 May 2017

পিদিমের আলো

সপ্তাহভর টাপুরটুপুর, আকাশের মুখ ভার। মেঘমাখানো বিকেলবেলায়, গৃহস্থালির হার। মেঘের গায়ে চু কিত কিত, জানলাতে মন গোল্লাছুট। ছোট ছোট ছোট ছুট্টে গিয়ে, ছোট্টবেলার ছক্কা পুট। মেঘের গায়ে সাপ লুডো নেই, মেঘের রঙ কালো। ঘরের কোনে আজ বিজলিবাতি, নেই পিদিমের আল...