সামনে এগিয়ে ডানদিকে বলটা বাড়িয়ে দে নন্টে........ আর একটু এগো......দৌড়ো......দৌড়ো না রে গাধা। দেখছিস না ডানদিকটা ফাঁকা রয়েছে ...........চল চল.... পাশ কর......পাশ কর.......এতক্ষনে স্বপন পায়ে পেয়েছে বলটাকে। দৌড়োচ্ছে...দৌড়োচ্ছে।..... ডানদিকের এই ফাঁকাটার ফায়দা তুলতেই হবে.......আর একটু........আর একটু.... একটু বাঁদিক চেপে দৌড়ে রাউন্ড মোশনে বলটা ডানপায়ের সমস্ত জোর দিয়ে ঠেলে দিলেই...