মেঘলা দিনে নরম হয়ে আসে মেঘলা মন
কেমন নরম জানো?
দুহাতের পাতায়
একমাস বয়সের কাঠবেড়ালীর ছানাকে
ধরে দেখেছ কোনোদিন?
ঠিক সেরকম।
হাতের মধ্যে থরথর করে কাঁপতে থাকে সে,
পালকের মত তিরতিরে লেজটা সিঁটিয়ে যায়
ভয়ে-অনিশ্চয়তায়।
তারপর ধীরে ধীরে
হাতের ওম পেয়ে
কখন যেন নির্ভর করতে শুরু...